সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে পিডিবি রিক্রিয়েশন ক্লাব জয় পেয়েছে। গতকাল শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পিডিবি ৫৩ রানে আবাহনী লিমিটেড জুনিয়রকে পরাজিত করে। টসে জিতে পিডিবি প্রথমে ব্যাট করতে নামে। ৪৭ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইফতেখার হোসেন সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া আদনান আকিব নোবেল ২৯,তানজিব ইসলাম ১৫,শরফুদ্দিন আলিফ ১০ রান করেন। ১৭ রান করে সংগ্রহ করেন দেলোয়ার হোসেন এবং খোরশেদুল আলম নয়ন। অতিরিক্ত রান হয় ১৪। আবাহনী জুনিয়রের পক্ষে ২টি করে উইকেট নেন মো. সাকিব, আফনান চৌধুরী,নুরুল হাসনাত সিফাত। জবাবে খোরশেদুল আলম নয়নের বোলিং কৃতিত্বে আবাহনী জুনিয়র ৩৯.২ ওভারে ১০৭ রানে সব উইকেট হারায়। দলের সাব্বির হোসেন ২২,মো. আরিফ ১৪,বিশপ চৌধুরী মুন ২১,মো. ফাহিম ১২,এবং আফনান চৌধুরী ১০ রান করেন। অতিরিক্ত রান হয় ১১। পিডিবির পক্ষে বাঁশখালী ক্রিকেট একাডেমির ছাত্র খোরশেদুল আলম নয়ন ৮.২ ওভার বল করে ২ মেডেনে ১১ রান দিয়ে একাই ৫টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান দেলোয়ার হোসেন। পিডিবির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোচ–সাংবাদিক মোহাম্মদ এরশাদ ও বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থা সহ–সভাপতি শহিদুল মোস্তফা চৌধুরী মিজানসহ একাডেমি পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে খোরশেদুল আলম নয়নকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।