বাংলাদেশ এবং দ. আফ্রিকা ইমার্জিং দলের প্রথম চারদিনের ম্যাচের প্রথম দিনে ৪ উইকেটে ২৩৩ রান করেছিল বাংলাদেশ ইমার্জিং। গতকাল সেটাকে ৩০৮ রানে নিয়ে যায়। বিশেষ করে শেষ জুটির চেষ্টায় তিনশ ছাড়াতে সক্ষম হয় বাংলাদেশ ইমার্জিং দল। জবাবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ভালো শুরুর পর শূন্য রানের মধ্যে হারায় তিন উইকেট। তবে লড়াই করে দিনটা ভালোভাবেই শেষ করল তারা। চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ ইমার্জিং অলআউট হয় ৩০৮ রানে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং বুধবার দিন শেষ করে ৩ উইকেটে ১৪৯ রান নিয়ে। আগের দিনের ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করে সকালে দ্বিতীয় বলেই প্রিতম কুমারকে হারায় বাংলাদেশ। আগের দিনের ৩১ রানের সাথে আর কোন রান যোগ করতে পারেননি প্রিতম। একটু পর বিদায় নেন ৬ রান করা মইন খান । আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক শাহাদাত হোসেন রান বাড়াতে না পারলেও এক প্রান্ত আগলে রাখছিলেন। রকিবুল হাসান নেমে চার বাউন্ডারিতে ১৬ রানের একটি ক্যামিও খেলেন। এরপর আবার একটি ধস। দুই রানে মধ্যে বাংলাদেশ হারায় তিন উইকেট। আগের দিন ৪২ রানে অপরাজিত থাকা শাহাদাত গতকাল আরও ৩১ বল খেলে করতে পারেন কেবল ২ রান। ১৫২ বল খেলে ৪৪ রানে বিদায় নেন অধিনায়ক। রকিবুল ও ওয়াসি সিদ্দিকও বিদায় নেন দ্রুত। বাংলাদেশের রান তখন ৯ উইকেটে ২৬৪। শেষ জুটিতে লড়াই করে দলকে তিনশ পার করান দুই পেসার রিপন মন্ডল ও শফিকুল ইসলাম। ১১ নম্বরে নেমে ২৬ রান করেন রিপন। শেষ জুটিতে আসে ৪৪ রান।
জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং উদ্বোধনী জুটিতে তোলে ৬৭ রান। এরপর ওই রানেই তারা হারায় তিন উইকেট। ৩৫ রান করা মুহাম্মাদ মানাককে ফেরান রকিবুল। এরপর তিন বলের মধ্যে নান্দো জুমা (২৯) ও কনর এস্তেহেইজনকে ফেরান রিপন মন্ডল। কনর এস্তেহেইজন রানের খাতা খুলতে পারেননি। এরপর অধিনায়ক তবে জর্জ ভ্যান হিয়ারডিন ও রিচার্ড সেলেতসোয়ানে লড়াই করে পার করে দেন দিনের বাকি সময়। ৮২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। ৮৯ বলে ৪৬ রানে দিন শেষ করেন প্রোটিয়া অধিনায়ক ভ্যান হিয়ারডিন। আর ১০৭ বলে ৩২ রানে অপরাজিত সেলেতসোয়ানে। এখনো ১৬০ রানে পিছিয়ে সফরকারীরা।