দ্বিতীয় দিনে পাঠক দর্শনার্থীর ভিড়

চট্টগ্রাম বিভাগীয় বইমেলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৫:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় বইমেলার দ্বিতীয় দিনে গতকাল রোববার পাঠক, লেখক ও দর্শনার্থীর ভিড় বেড়েছে। বেড়েছে বিকিকিনিও। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন মেলায় অংশ নেওয়া প্রকাশনা সংস্থার মালিকরা। তাদের বিশ্বাস, মেলা সামনে আরো জমজমাট হবে।

গতকাল মেলায় গিয়ে দেখা যায়, ছোটবড় সবাই স্টলগুলো ঘুরে দেখছেন। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে বাংলা একাডেমির স্টলে। স্টলের সামনে কথা হয় আকরাম নামে একজনের সঙ্গে। তিনি বলেন, বাংলা একাডেমির অভিধান অসাধারণ। সেটি কিনতে এসেছি।

বিক্রেতারা জানিয়েছেন, মেলা উপলক্ষে তারা ছাড় দিয়ে বই বিক্রি করছেন। দ্বিতীয় দিনে বেচাবিক্রি ভালোই। সামনের দিনগুলোতে আরো ভালো হবে বলে প্রত্যাশা তাদের। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গত শনিবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী চট্টগ্রাম বিভাগীয় বইমেলা। আগামী ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে
পরবর্তী নিবন্ধএমএ রাজ্জাক রাজ