দ্বিতীয় দিনে ঘর গোছালো মোহামেডান পাইরেটস, সিটি কর্পোরেশন

চট্টগ্রাম ক্রিকেটের দলবদল

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেটের দলবদল

ক্রীড়া প্রতিবেদক 

সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দলবদলের দ্বিতীয় দিনে ঘর গুছিয়ে নিয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব,পাইরেটস্‌্‌ অব চিটাগাং এবং সিটি কর্পোরেশন একাদশ। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব দলবদলের ব্যানার সহযাগে ব্যান্ডপার্টির বাদ্যবাজনা নিয়ে র‌্যালীর মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দলবদল করতে আসে। বিভিন্ন দলের মোট ১০ জন খেলোয়াড় এবার মোহামেডানের হয়ে খেলার জন্য সই করেন। এদের মধ্যে পাইরেটস থেকে ইরফান,আরমান উল্লাহ শতদল থেকে দায়ান,সাকিব,নিমতলা থেকে সাদেক আসিফ, কোয়ালিটি থেকে জসিম, মুক্তিযোদ্ধা থেকে ইশতিয়াক, রাইজিং স্টার থেকে জিসান, স্টার ক্লাব থেকে সাদ্দাম এবং মোহামেডান ব্লুজ থেকে আফ্রিদী মোহামেডানে যোগ দেন। সিটি কর্পোরেশনের ৭জন এবং পাইরেট্‌স অব চিটাগাং এর পক্ষে ৮ জন খেলোয়াড় দলবদল করেন। এছাড়া ফ্রেন্ডস ক্লাবের পক্ষে ২জন, মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ এর পক্ষে ২জন এবং ইস্পাহানী স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী লি. ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পক্ষে ১জন করে খেলোয়াড় দলবদল কার্যক্রমে অংশগ্রহণ করেন। সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর জানান এদিন মোট ৩২ জন ক্রিকেটার দলবদলে অংশ নেন। চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব আলী আব্বাস,সৈয়দ সাহাবুদ্দিন শামীম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জসিম, ডা. ইলিয়াস,মোহাম্মদ ইসহাক,কাজী নাসির, কোচ ফিরোজ খান,সহকারী কোচ জিয়া এবং ম্যানেজার সেলিম প্রমুখ। উপস্থিত ছিলেন সিজেকেএস ক্রিকেট কমিটির কর্মকর্তারাও। আজ ৫ ফেব্রুয়ারি প্রিমিয়ার বিভাগের দলবদল কার্যক্রম সমাপ্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধমোছলেম উদ্দিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৮.৬১ কোটি টাকা