দ্বিতীয় দিনেই পার্থ টেস্টের লাগাম ভারতের হাতে

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

কি এক অদ্ভুত ব্যাপার। পার্থের যে উইকেটে প্রথম দিনে ১৭টি উইকেট পড়ল সে উইকেটে কিনা দ্বিতীয় দিনে পড়ল মাত্র ৩ উইকেট। প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ ভারতের উদ্বোধণী জুটি দ্বিতীয় ইনিংসে করছে দুর্দান্ত ব্যাটিং। ফলে ম্যাচের দ্বিতীয় দিনেই লাগাম চলে এসেছে ভারতের হাতে। পার্থ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে যাওয়া সফরকারীরা দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়েই করে ফেলেছে ১৭২ রান। এর আগে স্বাগতিকদের ১০৪ রানে গুটিয়ে দিয়েছিল ভারত। ফলে দ্বিতীয় দিন শেষে মোট ২১৮ রানে এগিয়ে থাকল ভারত। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার আক্ষেপ এবার মিটিয়ে দিলেন জয়সওয়াল। সেঞ্চুরির অপেক্ষায় থাকা এই বাঁহাতি ব্যাটসম্যান ২টি ছক্কা ও ৭ টি চারের সাহায্যে ১৯৩ বলে ৯০ রান নিয়ে খেলছেন। রাহুল প্রথম ইনিংসেও দেখান দৃঢ়তা। কিন্তু সেবার পারেননি বড় ইনিংস খেলতে। এবার ১৫৩ বলে ৪টি চার মেরে ৬২ রানে অপরাজিত আছেন। উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়ার মাটিতে ২০ বছর পর শতরান দেখল ভারত। সবশেষ ২০০৪ সালে সিডনিতে আকাশ চোপড়া ও বীরেন্দর সেওয়াগের শুরুর জুটিতে এসেছিল ১২৩ রান। পেসারদের আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসেই ৪৬ রানের লিড পায় ভারত। চার উইকেট নিয়ে শনিবার দিন শুরু করা জাসপ্রিত বুমরাহ পঞ্চম শিকার ধরেন নিজের প্রথম ডেলিভারিতেই। অপ্টাস স্টেডিয়ামে ৭ উইকেটে ৬৭ রান নিয়ে নতুন দিন শুরু করা অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে দ্বিতীয় ওভারে আঘাত হানেন বুমরাহ। অ্যালেঙ কেয়ারিকে ২১ রানে কটবিহাইন্ড করে এই পেসার পূর্ণ করেন পাঁচ উইকেট। ন্যাথান লায়নকে টিকতে দেননি হার্শিত রানা। পরে শেষ জুটিতে মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড একটু লড়াই করে দলকে একশ পার করান। ১২৭ মিনিট ক্রিজে কাটিয়ে ইনিংসে সর্বোচ্চ ২৬ রান করা স্টার্ককে বিদায় করে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করেন হার্শিত। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ইনিংসে তিন উইকেট শিকার করেন ২২ বছর বয়সী এই পেসার। দুই দলের প্রথম ইনিংসের ব্যাটিং দেখে পিচ যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল, আদতে তা ছিল না। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে সেটাই প্রমাণ করে দিলেন জয়সওয়াল ও রাহুল। ধৈর্য নিয়ে খেললে যে রান পাওয়া সম্ভব, তা বুঝিয়ে দিলেন ভারতের দুই ওপেনার। অস্ট্রেলিয়ান পেসারদের তোপ সামলে সাবধানী ব্যাটিংয়ে ইনিংস গড়তে থাকেন দুইজন। নিজের জোনে পেলেই কেবল মারেন বাউন্ডারি। প্রথম ১০ ওভারে দুই বাউন্ডারি পায় ভারত জয়সওয়ালের ব্যাট থেকে। দ্বিতীয় সেশনে ৮৪ রান তুলে দলকে কোনো উইকেট হারাতে দেননি রাহুল ও জয়সয়াওল।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ভেটার্ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন