৪১১ ভোট পেয়ে দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো চেয়ারম্যান আসিফ আলি জারদারি। খবর বাংলানিউজের।
গতকাল শনিবার দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদগুলোয় প্রেসিডেন্ট পদে ভোট হয়। প্রেসিডেন্ট পদে লড়েন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আকাজাইক ও পিপিপির আসিফ আলি জারদারি। ভোটে এসআইসি প্রার্থী আকাজাই পেয়েছেন মাত্র ১৮১ ভোট। প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন পিএমএলএন–পিপিপি জোটের প্রার্থী হিসেবে অংশ নেন আসিফ আলি জারদারি।