শেষ অবধি নিজ বাসভূমিতেই ফিরে আসার আকুলতা প্রকাশ করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি। খবর বাংলানিউজের। কিং চার্লস ও প্রিন্সেস ডায়ানা দম্পতির পুত্র প্রিন্স হ্যারি ২০২০ সালে স্ত্রী মেগান মার্কেলের হাত ধরে রাজপরিবার ত্যাগ করেন। রাজকীয় জৌলুস ছেড়ে সাধারণ মানুষের জীবন বেছে নিয়ে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পরবাসী জীবন বেছে নেওয়ার প্রায় পাঁচ বছর পর হ্যারি এখন রাজপরিবারে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যারির বাবা কিং চার্লস ক্যানসার আক্রান্ত। তার আয়ু কমে আসছে–এ অনুভবই হ্যারিকে অন্তর থেকে বদলে দিয়েছে।
এ কারণেই জীবনের বাকি সময়টা বাবার পাশে থাকার বাসনা প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, বাবার সঙ্গে আর কোনো লড়াই নয়।
সংবাদমাধ্যম বিবিসি–র সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রিন্স হ্যারি। সাক্ষাৎকারে রাজা চার্লসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। রাজপরিবার ছাড়ার পর যে মামলা করেছিলেন, তাতেও হেরে গেছেন প্রিন্স হ্যারি।
মামলায় তিনি অভিযোগ করেছিলেন, যুক্তরাজ্যে তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। মামলায় হেরে গিয়ে তিনি এখন বিপর্যস্ত। ফলে সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারির কণ্ঠে হতাশার সুরও ঝরে পড়েছে। এমন পরিস্থিতিতে বিধ্বস্ত হ্যারি সব মিটমাট করে আবার রাজপরিবারে ফিরতে চান।
শুক্রবার (২ মে) যুক্তরাজ্যের আদালতে নিরাপত্তা–সংক্রান্ত মামলার রায় হয়। মামলায় হেরে যাওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসে বিবিসিকে সাক্ষাৎকার দেন হ্যারি।