দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ (রাশিয়ার ফিল্ড)কে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে লিজ দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দোহাজারীর সর্বস্তরের জনসাধাণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাশিয়ার ফিল্ড বিগত সময়ে প্রতিদিন সকালে উন্মুক্ত বাজার, খেলাধুলা, চিত্ত বিনোদন, ধর্মীয় ও দলীয় সভা–সমাবেশ এবং জানাজার মাঠ হিসেবে বিনা বাধায় ব্যবহার হয়ে আসছে।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ হঠাৎ করে উন্মুক্ত মাঠকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে লিজ দেয়ার পাঁয়তারা শুরু করেছে। এ ধরনের প্রক্রিয়া এলাকাবাসী কোনোভাবে মেনে নিবে না। রেলওয়ে কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়া বাতিল না করলে এলাকাবাসী আরো বড় ধরনের কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সাংবাদিক এসএম নাসির উদ্দীন বাবলুর সভাপতিত্বে ও জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, এলডিপি নেতা লেয়াকত আলী, মো. নাসির উদ্দীন, মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা জমির আদনান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ইসলামী ফ্রন্ট নেতা মো. কলিম উদ্দীন, মো. নাজিম উদ্দীন, মহিম বাদশা, কায়সার হামিদ, মো. আলমগীর, আনোয়ার হোসেন প্রমুখ।