দোহাজারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাজ্জাদ হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৯:৫০ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভার বারুদখানা এলাকার প্রতিভাবান ফুটবলার মো. সাবিদুল ইসলাম সাজ্জাদ হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ। গত শনিবার দোহাজারী পৌরসদরস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দীন খান মুরাদ। সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই যুবলীগ নেতা হেলাল মাহমুদ, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, দোহাজারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দীন বাবলু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, যুবলীগ নেতা মো. লোকমান হাকিম, শাহ আলম মেম্বার, বাবু খান, কলিম উদ্দীন, এড. সাদ্দাম হোসেন, মো. ইব্রাহিম প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংঘঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারীতে মার্কেটে আগুন, ৮ দোকান পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধইয়াবার বিনিময়ে অস্ত্র, ঠিকানা জানে না একে অপরের