দোস্ত বিল্ডিংয়ে জুয়ার আসরে অভিযান, আটক ১৬

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:২৯ পূর্বাহ্ণ

নগরের নিউ মার্কেট মোড়ে দোস্ত বিল্ডিংয়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ৪০০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কোতোয়ালী থানা পুলিশ তাদের আটক করে।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, জুয়া খেলার আসর থেকে আটক ১৬ জনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৯৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় হাতির পায়ে পিষ্ট বাকপ্রতিবন্ধী কাঠুরে
পরবর্তী নিবন্ধমধু পূর্ণিমা আজ