দোষত্রুটি আর ছুতো

সরওয়ার কামাল পাশা | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

আমরা সবাই খুঁজে বেড়াই,

দোষ ত্রুটি আর ছুতোকে খাওয়ালো

কে দাওয়ালো

কে নাড়ালো সুতো?

কে মারলো ইট পাটকেল?

কে ছুড়লো জুতো?

কে ঠ্যাঙালো

কে ভেঙালো

কে যে দিল গুতো?

আমরা সবাই খুঁজতে পটু

সরষে থাকা ভুত ও!

উঠান জুড়ে

ফেলতে ছুড়ে

ছিটিয়ে দিতে থুতু!

দোষ ত্রুটি আর ছুতো

শুধু

দোষ ত্রুটি আর ছুতো।

পূর্ববর্তী নিবন্ধআমি এখন
পরবর্তী নিবন্ধছুঁয়েছে বসন্ত