বিশ্বাস করি, তাই প্রতারিত হই। আশা করি বলেই আশাহত হতে হয়। ভালো না বাসলে বিরহের কোন সুযোগই থাকতো না। মনগড়া স্বপ্ন না দেখলে মনও ভাঙতো না। আমরা প্রিয়জনকে জেতাতে গিয়েই নিজে হেরে যাই। বারবার ক্ষমা করেই অপরাধের জন্ম দিই। নিজেকে সঁপে দিয়ে অন্যকে অধিক গুরুত্ব দিই বলেই অবহেলা জড়িয়ে ধরে আমাদের। সঠিক সময়ে উচিত কথা বলিনা বলেই প্রশ্রয়ে আশ্রয় পেয়ে যায় কিছু অযাচিত মানুষ। নিজের সুখ বিসর্জনে আত্মত্যাগী হতে গিয়েই অন্যদের দেয়া গরল আমাদের জীবনে ঢেউ খেলায়। অনেক জেনেও নিজেকে জাহির না করায় অজ্ঞানীরাও জ্ঞান দিয়ে যায়।
এমন হাজারো দোষ আমাদের। আর কেউ নয়, নিজেদের দোষই আসলে আমাদের দুঃখের কারণ। এর একটাই সমাধান। নিজেকে সামলে নেয়া এসব কিছু থেকে। কিন্তু আমরা মানুষ বলেই হয়তো তা সম্ভব নয়। তাই শত সয়েও পাল্টায়না কিছু মন। ওরা নির্ভয়েই ভুলে যায়; আবার ভুল করে। কেউনা কেউতো ভালো থাকে তাতে! দুঃখবিলাসী হয়ে সুখ বিলিয়ে যাওয়ার ক্ষমতাও কি সবার হয়?