দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ

ঘাসফুল প্রতিষ্ঠাতা পরাণ রহমানের মৃত্যুবার্ষিকী

| মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

ঘাসফুলপ্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণের ৯ম মৃত্যুবার্ষিকীতে গত ১৮ ফেব্রুয়ারি চান্দগাঁওয়ের প্রধান কার্যালয়ে এবং নওগাঁর জোনাল অফিসে একই সময়ে দুটি ভিন্ন স্থানে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই দিন সংস্থার ঢাকা জোনের কর্মকর্তারা আজিমপুর কবরস্থানে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। চট্টগ্রামের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুরউলআমিন চৌধুরী, সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান প্রমুখ। শেষে নন্দনকানস্থ বাওয়া এতিমখানার সকল শিশুদের মাঝে দুপুরের খাদ্য বিতরণ করেন ঘাসফুলের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের সহকারী পরিচালক সাদিয়া রহমান। এছাড়াও ঘাসফুল পরাণ রহমান স্কুলে দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে পলোগ্রাউন্ডে ছোরাসহ ৬ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআত্মা পরিশুদ্ধ না হলে জীবনের কোনো কিছুই সুন্দরভাবে পরিচালিত হয় না