খড়খুঁটোর এক বাসা বাঁধলাম বাবুই পাখির মত, এই হৃদয়ের ভালোবাসা দিলেম আছে যতো, একটা ময়না পাখি সেই বাসায়…পুষেছিলাম কত আশায়, তারে চোখে চোখে রাখি, উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি।
কিন্তু না। সত্যিই পোষা পাখি পোষ মানেনি। উড়ে গেছে খাঁচা ছেড়ে। শূন্য খাঁচাাটিও আর রইল না। যার জন্যে এতো সব উপমা তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মহেশখালী উপজেলা সংসদের সম্পাদক মন্ডলীর সদস্য, তরঙ্গ সংগীত নিকেতনের নিয়মিত দোতারা বাদক ও মহেশখালী শিল্পকলা একাডেমীর সদস্য বাবু নিরব দে (৫৫)। গতকাল শুক্রবার সকালে না ফেরার দেশে পাড়ি জমালেন আজীবন সাংস্কৃতিক অঙ্গনের ব্রহ্মচারী এই গুণী দোতারা শিল্পী।
উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী গ্রামে তার পৈতৃক নিবাস হলেও সংস্কৃতি চর্চার সুবিধার্থে তিনি উপজেলা সদরেই বসবাস করতেন। নিরব দে ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক। গতকাল সন্ধ্যায় মহেশখালী পৌর এলাকার দক্ষিণ হিন্দু পাড়ায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।