নগরের জুবিলী রোডে দোকানের বর্ধিত অংশ দিয়ে ফুটপাত দখল করায় ৯ ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস। অভিযানে প্রায় ৩০টি দোকানের বর্ধিত অংশ ও স্তূপ করে রাখা মালামাল উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্টরা জানান, অভিযানে জুবিলী রোডের লাভলেইন মোড় থেকে এনায়েত বাজার মোড় উভয় পাশে ৩০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে দোকানের অংশ বর্ধিত করে ফুটপাত দখল করে এবং দোকানের সামনে ফুটপাতে মালামাল স্তূপ করে জনদুর্ভোগের চিত্র দেখতে পায়। এসময় দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ ও মালামাল অপসারণের পাশাপাশি ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।