দোকান কর্মচারীকে নিপীড়ন মামলায় যুবকের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

নগরীর পূর্ব নাসিরাবাদ রহমান নগর আবাসিক এলাকার একটি দোকানের ১৩ বছর বয়সী শিশু কর্মচারীকে নিপীড়নের (ধর্ষণ) দায়ে তার সহকর্মী এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম জোবায়ের হোসেন। সে নোয়াখালীর চরজব্বর পূর্ব চরভাটা এলাকার মোবিনুল হকের ছেলে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

এ সময় দণ্ডপ্রাপ্ত জোবায়ের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ট্রাইব্যুনালের পিপি শফিউল মোরশেদ চৌধুরী।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি জোবায়েরকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। পুরো বিচার প্রক্রিয়ায় সাতজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালসূত্র জানায়, ভিকটিম শিশু ও দণ্ডপ্রাপ্ত আসামি জোবায়ের পাঁচলাইশের পূর্ব নাসিরাবাদ রহমান নগর আবাসিক এলাকার জান্নাত স্টোরে কর্মচারী হিসেবে চাকরি করতেন। একই এলাকায় থাকা দোকান মালিকের বাড়ির একটি কক্ষে তারা থাকতেন। ঘটনার দিন অর্থাৎ ২০১৯ সালের ৬ জুলাই রাতে আসামি জোবায়ের বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশু সহকর্মীকে নিপীড়ন করেন। ভিকটিম চিৎকার করলে দোকান মালিক এগিয়ে আসে। এরমধ্যে পালিয়ে যেতে সক্ষম হয় আসামি জোবায়ের। পরে তাকে নগরীর দামপাড়া পুলিশ লাইন আবাসিক গেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জোবায়েরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯() ধারায় একটি মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালসূত্র জানায়, মামলাটি তদন্ত করে আসামি জোবায়েরের বিরুদ্ধে চার্জশিট দিলে আদালত তার বিরুদ্ধে ২০২১ সালের ১৭ জানুয়ারি চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মন্দিরে চুরির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন, নাশকতার শঙ্কা