দোকানপাট ও শপিং মল খোলা রাখার দাবি

টেরীবাজার ব্যবসায়ী সমিতির স্মারকলিপি

| বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

দোকানপাট ও শপিং মল খোলা রাখার পাশাপাশি সহজ শর্তে ঋণ, বিশেষ প্রণোদনার দাবি জানিয়ে সিটি মেয়রকে স্মারকলিপি দিয়েছে টেরীবাজার ব্যবসায়ী সমিতি। গতকাল বুধবার নেতৃবৃন্দ সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে এ স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর প্রমুখ। স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, গত রমজানের ব্যবসা-বাণিজ্য করার জন্য ব্যবসায়ীরা যে ঋণ নিয়েছিল তা এখনো শোধ করতে পারেনি। এ বছরও রমজানে লকডাউনের ডাক শুনে হতাশার বাতাস পেয়ে দিশেহারা ব্যবসায়ী কর্মচারীরা। ঋণগ্রস্ত ব্যবসায়ীরা দিতে পারছেনা কর্মচারীর বেতন, কষ্ট হচ্ছে জীবন চালিকা ও পরিবার পরিজনের ভরণ পোষণ যোগাতে। এমনই আলোহীন জীবন থেকে রক্ষা পেতে আজ থেকে দোকানপাট ও শপিং মল খোলা রাখার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে প্রবাসীর পরিবারের উপর হামলার ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধ‘ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা’য় প্লেব্যাকে কনা