করোনাভাইরাস মোকাবেলায় দেওয়া কঠোর বিধিনিষেধ হুট করে শিথিল করায় সৃষ্ট ভয়াবহ সংক্রমণ পরিস্থিতিতে তাদের দেওয়া তথ্য নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় চীনের স্বাস্থ্য কমিশন (এনএইচসি) দৈনিক কোভিড শনাক্ত ও মৃ মৃত্যুর তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে।
হিসাব রাখতে ও গবেষণার জন্য চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কোভিড সংক্রান্ত তথ্য প্রকাশ করবে, গতকাল রোববার দেওয়া এক বিবৃতিতে এনএইচসি এমনটাই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
কেন এই পরিবর্তন, আর চীনের সিডিসি কতদিন পরপর কোভিডের হালনাগাদ তথ্য প্রকাশ করবে সে সম্বন্ধে কিছু বলেনি তারা। কোভিড সংক্রমণ প্রতিরোধে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অসংখ্য শহরের কোটি কোটি বাসিন্দাকে মাসের পর মাস ক্লান্তিহীন লকডাউন ও কঠোর সব বিধিনিষেধের ভেতর দিয়ে যেতে হয়েছে। ব্রিটিশ স্বাস্থ্যতথ্য প্রতিষ্ঠান এয়ারফিনিটি কয়েকদিন আগে চীন এখন কোভিডে প্রতিদিন ১০ লাখের বেশি আক্রান্ত ও ৫ হাজারের বেশি মৃত্যু দেখছে বলে ধারণা দিয়েছিল। নভেম্বরের শেষদিকে দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আগের রেকর্ড ভাঙার পর চলতি মাসে এনএইচসি উপসর্গবিহীন আক্রান্তের সংখ্যা বন্ধ করে দেওয়ায় দেশটিতে সংক্রমণ পরিস্থিতি ও সংক্রমিত ব্যক্তির সংখ্যার হিসাব রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির কর্তৃপক্ষ রোগীর সংখ্যা হিসাব করতে খাবি খাওয়ায় এমনটা হতে পারে বলেও ধারণা করছে তারা।