দৈনিক শনাক্তের হার ৩ শতাংশের নিচে

করোনায় আরও ১৩ মৃত্যু

| বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

গত একদিনে দেশে আরও ৪৩৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এপ্রিলের পর প্রথমবারের মতো দৈনিক শনাক্ত রোগীর হার নেমে এসেছে ৩ শতাংশের নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করে দেশে ৪৩৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৯২ শতাংশ। আর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন হয়েছে। খবর বিডিনিউজের।
করোনায় আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ হাজার ১৬২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৭৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন হয়েছে।
বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১০ কোটি ৩৮ লাখ পেরিয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ৫৩ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩১তম স্থানে আছে বাংলাদেশ। মৃতের সংখ্যায় রয়েছে ৩৮তম অবস্থানে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২০৬টি ল্যাবে ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ১১ জন পুরুষ আর নারী ২ জন। তাদের মধ্যে ১১ জন হাসপাতালে ও ২ জন বাড়িতে মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী গ্যাসের ডিজিএমের সোয়া কোটি টাকা জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দৈনিক শনাক্তের হার ৫.৮৯ শতাংশ