দৈনিক আজাদীর পথ চলা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক

শ্রীধর দত্ত | বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী বাংলাদেশের প্রাচীনতম ও স্বাধীন দেশের প্রথম পত্রিকা। নিঃসন্দেহে এটি চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের অহংকার। দৈনিক আজাদী চট্টগ্রামের গরিব দুঃখী মেহনতী মানুষের কথা বলে, সমস্যার কথা তুলে ধরে। দৈনিক আজাদী চট্টগ্রামের মাটি ও মানুষের হৃদয়ে মিশে আছে যেমন কর্ণফুলী পাহাড় নদী সাগর মিশে গেছে। দৈনিক আজাদী নবীন কবি লেখক সৃষ্টির একটি প্ল্যাটফর্ম। আজাদী পত্রিকায় সকল শ্রেণীর লেখক মতামত প্রকাশ করতে পারে। যেমন সিআরবি হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদী নাগরিক মতামত। সমাজের চেতনা ও মানবিকতা ‘সুখে-দুখে ফেইসবুকে’ মনের ভাব প্রকাশ করতে পারে। নবীন কবি লেখক ও কলামিস্ট সৃষ্টির একচ্ছত্র দাবিদার দৈনিক আজাদী। আজাদী সব সময় চেষ্টা করেন সত্য ঘটনা উদঘাটন করার। সেই সৎ সাহসের কারণে দৈনিক আজাদী আজ চট্টগ্রামের হৃদয়ের দর্পণ। ইতিহাস-ঐতিহ্য ভাষা মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত আমাদের প্রিয় পত্রিকা দৈনিক আজাদী।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক আজাদী গণমানুষের ভালোবাসায় সিক্ত
পরবর্তী নিবন্ধআমার প্রিয় দৈনিক আজাদী