বন্দর নগরী চট্টগ্রাম থেকে যে কয়েকটি পত্রিকা প্রকাশিত হয় তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় পত্রিকা “দৈনিক আজাদী”। প্রত্যেক দিন সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে “দৈনিক আজাদী” পত্রিকাটি পড়া চাই। ১৯৬০ সালের ৫ই সেপ্টেম্বর পত্রিকাটি প্রকাশ করেছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেদ, পত্রিকাটি আজ ৬২ বছরে পদার্পণ করেছে। ইতিমধ্যে “দৈনিক আজাদী” অর্জন করেছে “বাংলাদেশ প্রেস কাউন্সিল পুরস্কার ২০১৯”; বহুল প্রচারিত ‘দৈনিক আজাদী’ পত্রিকার মাধ্যমে আমার লেখালেখি শুরু (আনন্দন, আগামীদের আসর, ইত্যাদি)। কবি, প্রাবন্ধিক, লেখক এবং রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত বরেণ্য লেখক সৃষ্টিতে পত্রিকাটির ভূমিকা অপরিসীম। “৬০ বছরের দৈনিক আজাদী” সংকলন “দৈনিক আজাদী”র ইতিহাসে আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কবি সাংবাদিক রাশেদ রউফের ভাষায় “আজাদী আজ শুধু একটি সংবাদপত্রই নয় এটি এখন চট্টগ্রামের আয়না হিসেবেও স্বীকৃতি অর্জন করেছে”। আজাদী পরিবারের সকলের প্রতি রইলো অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা। বর্তমানে পাঠক জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে পত্রিকাটি। পত্রিকাটি আরো অনেক দূর এগিয়ে যাবে- এ প্রত্যাশা করছি, জয়তু ‘দৈনিক আজাদী’।