চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি সংক্রান্ত কাজে প্রতারণায় জড়িত চক্রের এক হোতাকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গাজীপুরের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ফারুক বিন জামান ওরফে বাবর নামে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল শনিবার পুলিশ জানিয়েছে। এ সময় তার কাছ থেকে আমদানি করা প্রায় দেড় কোটি টাকার গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ। এ তথ্য নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক জানান, কখনো বাবর, কখনো জামান, কখনো শওকত আকবর, কখনোবা ফারুক নামে বিভিন্ন ব্যাংকের এলসি জালিয়াতি ও প্রতারণা থেকে শুরু করে গার্মেন্টস পণ্য চুরি ও সন্ত্রাসী কার্যক্রম চালাতেন বাবর।
আমদানি রফতানি সংক্রান্ত কার্যক্রমের সাথে সম্পর্কিত ব্যাংকিং ও বিভিন্ন সরকারি কাগজপত্র নকল ও জালিয়াতি করে প্রতারণাপূর্বক বিপুল পরিমাণ আর্থিক সুবিধা ভোগ করে অসংখ্য ব্যবসায়ীকে নিঃস্ব করেছেন বহুরূপী প্রতারক বাবর। তিনি বলেন, গত আগস্টে বন্দর থানায় ঢাকার এআরকে এন্টারপ্রাইজের এমডি নাসির উদ্দিন সিকদারের দায়ের করা একটি মামলার তদন্তকালে আমদানি করা গার্মেন্টস পণ্য সামগ্রী খালাস করে প্রতারণাপূর্বক চুরি ও বিক্রি করে দেয়ার সম্পৃক্ততা পাওয়া যায় বাবরের বিরুদ্ধে। এই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ফারুক বিন জামান ওরফে বাবরের বিরুদ্ধে নগরের কোতোয়ালী, বন্দর, ডবলমুরিং থানাসহ দেশের বিভিন্ন থানা ও কোর্টে প্রায় অর্ধশতাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আবু বকর সিদ্দিক।