দেশ ছাড়ার আগে মোস্তাফিজদের অনুশীলন আজ থেকে

| সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

দেশ ছাড়ার অপেক্ষায় রয়েছেন সীমিত ওভারের দলে থাকা ক্রিকেটাররা। তবে দেশত্যাগের আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দু’দিনের অনুশীলন সেশন করবেন তারা। সোমবার ও মঙ্গলবার দুইদিন অনুশীলন করে আগামী ৭ জুলাই ভোরে জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দিচ্ছেন মোস্তাফিজ-সাইফাউদ্দিনরা। জিম্বাবুয়েতে বাংলাদেশ দলকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না। তবে অনুশীলনের অনুমতি পেতে ক্রিকেটারদের করোনা নেগেটিভ হতে হবে। তাই বিমানবন্দরে নেমে আবারও করোনা পরীক্ষার মুখোমুখি হতে হবে সীমিত ওভারে ডাক পাওয়া ক্রিকেটারদের। ৫০ ওভারের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন-নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, সাইফউদ্দিন, মোস্তাফিজ, মোসাদ্দেক ও রুবেল। অন্যদিকে টি-টোয়েন্টি দলে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন ও আমিনুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪৫
পরবর্তী নিবন্ধকাল সকালে সেমির লড়াইয়ে নামছে ব্রাজিল