পটিয়া পৌরসভা শাপলা কুঁড়ির আসরের দ্বি-বার্ষিক সম্মেলন গত শনিবার পটিয়া ক্লাব মিনি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ নাঈম উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, প্রধান বক্তা ছিলেন সংগঠনের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট মেসবাহ উদ্দিন কচির, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের সহ-সভাপতি কামরুল হাসান, দেবর্ষী চক্রবর্তী, রওশনগীর আমিরী, আব্বাস আহমেদ সিদ্দিকী, ফরিদুল আলম, শহিদুল ইসলাম জুলু, মনজুর আলম মঞ্জু, খাইরুল বশর সোহেল, মোরশেদ আলম চৌধুরী, প্রদীপ বিশ্বাস, শহিদুল আলিম, নজরুল ইসলাম, আরিফুজ্জামান আমিরী, মো. আয়েছ, নেজাম উদ্দিন চৌধুরী প্রমুখ। সম্মেলনে নাঈম উদ্দিনকে সভাপতি ও আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ আইয়ুব বাবুল বলেন, শাপলা কুঁড়ির আসরের মাধ্যমে সৃজনশীল নেতৃত্ব সৃষ্টি হয়। দেশ ও সমাজের কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।







