চুনতীর ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলের সমাপনী দিবসের অনুষ্ঠান সীরত ময়দানে গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল মুতাওয়াল্লি কমিটির সভাপতি আলহাজ হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ। বক্তব্য রাখেন অধ্যক্ষ ফজলুল হক, মাওলানা ওহিদ আহমদ, মকসুদ আহমদ। মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন অধ্যাপক আমিনুল ইসলাম, কাজী মুহাম্মদ নাসির উদ্দীন, ড. মুহাম্মদ ঈসা শাহেদী, ড.সাইয়িদ আবু নোমান, শাহ্ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী, প্রফেসর ড. আ.ক.ম. আবদুল কাদের, ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালেদ হোসাইন, প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা এহসান উল্লাহ আব্বাসী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, সাদেকুর রহমান আজহারী, ড. এনায়েত উল্লাহ আব্বাসী আস্ ছিদ্দিকী। দেশ ও জাতির শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৯দিন ব্যাপী ৫৪ সীরাতুন্নবী (স.) মাহফিল। আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, মুক্তি, সুখ, শান্তি, দেশ ও জাতির শান্তি কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।