দেশ ও জাতির ভবিষ্যৎ কাণ্ডারী আজকের তরুণ প্রজন্ম

কাস্টমস এজেন্টস এসো’র কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

| মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৯:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমডোর এম ফাজলার রহমান। প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সেবার মনোবৃত্তি নিয়ে অর্জিত শিক্ষাকে নিজের ও দেশের জন্য হিতকর কাজে লাগাতে হবে। ভবিষ্যৎ বিনির্মাণে অধিকতর চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতি নিতে হবে।

তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারী। বিশেষ অতিথি ছিলেন কাস্টম হাউস চট্টগ্রামের কমিশনার মো. জাকির হোসেন। তিনি বলেন, কৃতী শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি মানবিক গুণাবলীর অধিকারী ও সংস্কৃতিমনা হতে হবে। সফলতার ধারা বজায় রেখে মানব কল্যাণ ও উন্নত দেশ গড়ায় নিজেদের নিয়োজিত করতে হবে। এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম ও সাংস্কৃতিক, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক শিহাব চৌধুরী বিপ্লব। কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কিশোয়ার আশরাফি খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী সদস্য পার্থ প্রতীম বড়ুয়া জয়।অনুষ্ঠানে ৮২ জন কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, বৃত্তি ও সনদ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসহনীয় বিমান ভাড়া নিশ্চিত করে হজ প্যাকেজ ঘোষণার দাবি
পরবর্তী নিবন্ধকোরআনের পাতায় পাতায় বিজ্ঞান প্রয়োজন গভীর অধ্যয়ন উপলব্ধি