দেশে সাহিত্যচর্চার সাথে প্রকাশনার সংখ্যাও বেড়েছে

অনলাইন বাংলা বইমেলার সেমিনারে বক্তারা

| বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৬:৪৬ পূর্বাহ্ণ

অনলাইন বাংলা বইমেলার সেমিনারে বক্তারা বলেছেন, দেশে সাহিত্যচর্চা যেমন বেড়েছে, তেমন বেড়েছে প্রকাশনার সংখ্যা। প্রকাশনার সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেভাবে মানের দিকেও খেয়াল রাখতে হবে। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপি অনলাইন বাংলা বইমেলার গতকাল বুধবার ৩০ তম দিনে ‘আমার সাম্প্রতিক বই’ শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।
গল্পকার বিপুল বড়ুয়ার সভাপতিত্বে সেমিনারে ধন্যবাদ বক্তব্য রাখেন অনলাইন বাংলা বইমেলার প্রধান উদ্যোক্তা কবি সাংবাদিক রাশেদ রউফ। আজিজা রূপার সঞ্চালনায় অনুষ্ঠানে নিজের প্রকাশিত বই নিয়ে আলোচনায় অংশ নেন কবি ও চিত্রশিল্পী বিজন মজুমদার, সাহিত্যিক এমিলি মজুমদার, প্রাবন্ধিক অধ্যাপক মৃনালিনী চক্রবর্তী, ছড়াশিল্পী উৎপলকান্তি বড়ুয়া, অনুবাদক, ফারজানা রহমান শিমু, মুনা চৌধুরী, গল্পকার ইফতেখার মারুফ, ছন্দা দাশ, আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, কবি ও শিশু সাহিত্যিক সৈয়দা সেলিমা আক্তার, নান্টু বড়ুয়া, প্রাবন্ধিক ও লেখক মুজিবুর রহমান, কবি ও আবৃত্তিকার রিফাত ফাতেমা তানসি, কবি ও প্রাবন্ধিক শামীম ফাতেমা মুন্নী, কবি ও শিশুসাহিত্যিক অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি ও শিশু সাহিত্যিক অভিলাষ মাহমুদ, কবি ও শিক্ষক মিতা দাশ, প্রাবন্ধিক এস এম মোখলেসুর রহমান, ছড়াশিল্পী মিজানুর রহমান শামীম, কবি ও শিশু সাহিত্যিক তসলিম খাঁ, প্রাবন্ধিক ও শিক্ষক মুহাম্মদ বাবুল বাবর, গল্পকার শিপ্রা দাস, এস এম আব্দুল আজিজ, মহসীন চৌধুরী, প্রতিমা দাস, সুরভি কান্তা, সুপ্রতীম বড়ুয়া, আবদুল্লাহ আল ফয়সাল, ধ্রুব চৌধুরী, আয়মান রউফ প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধউৎসর জাতীয় প্রতিবিধানমূলক নাট্য কর্মশালা
পরবর্তী নিবন্ধশুদ্ধ সংস্কৃতি চর্চায় পরাজিত হবে সাম্প্রদায়িক শক্তি