দেশে সক্রিয় কোভিড রোগী নেমেছে আট হাজারের নিচে

| শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্থিতিশীল থাকায় সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে আট হাজারের নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে আরও ২৫৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ৭ জনের। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৯৪৬ জনের মৃত্যু হয়েছে। সরকারের হিসাবে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৯৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৯৪৯ জন। খবর বিডিনিউজের।
যারা মারা গেছেন তাদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের, আর ১ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। বাকি ছয় বিভাগে কোভিডে কারও মৃত্যু হয়নি গত এক দিনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৮ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৬ লাখ ৯১ হাজার ৫৫৫টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ, যা আগেরদিন ১ দশমিক ২৫ শতাংশ ছিল।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীদের সঙ্কট কমাচ্ছে রেমিটেন্সের গতি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত পাঁচ, মৃত্যু এক