দেশে ফের ভূমিকম্প,এবার উৎপত্তিস্থল যশোরে

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

দুই সপ্তাহের মধ্যে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। গতকাল শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল যশোরের মনিরামপুর উপজেলা। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, মনিরামপুর এলাকাতেই ভূমিকম্পটির উৎপত্তি। রাজধানী ঢাকা থেকে এর অবস্থান প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। খবর বিডিনিউজের।

দেশে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়েছিল ২১ সেপ্টেম্বর। সেদিন সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এ বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকে এর উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে যেটির মাত্রা ছিল ৪। এর এক সপ্তাহ আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিনের ভূমিকম্পে কেঁপেছিল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাও। ভারত মিয়ানমার, নেপাল ও ভুটানেও ভূমিকম্প অনুভূত হয়েছিল।

শনিবারের মৃদু এ ভূমিকম্পসহ দেশে স্বল্প সময়ের ব্যবধানে তিনবার ভূকম্পন অনুভূত হওয়ার প্রেক্ষাপটে বড় মাত্রায় ভূমিকম্পের শঙ্কা আছে কিনা জানতে চাইলে আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা রুবাইয়াত কবীর বলেন, আমাদের এই অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা। যার কারণে এই মাত্রার ভূমিকম্প প্রায়শই হয়। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আলাদা করে।

পূর্ববর্তী নিবন্ধডুবন্ত বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
পরবর্তী নিবন্ধছুটিতে ক্যাম্পাস ফাঁকা, নগরে প্রচারণা