দেশে ফিরেছে যুব বিশ্বকাপ হকিতে চ্যালেঞ্জার কাপ জয়ী বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ভারতে অনূর্ধ্ব২১ বিশ্বকাপ হকিতে সাফল্য পেয়ে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। ঢাকার বিমানবন্দরে নামতেই আমিরুলরকিবুলদের উষ্ণ সংবর্ধনা মিলেছে। সাবেক খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তা অনেকেই তাদের সেখানে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। দলটার এমন ফল ছিল অপ্রত্যাশিত। প্রথমবারের মতো চ্যালেঞ্জার ট্রফি জিতে সবাইকে চমকে দিয়েছে তারা। অংশগ্রহণকারী দলগুলোরও দৃষ্টি কেড়েছে। এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। বিশ্বকাপে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম চাইছেন নিয়মিত খেলাটা যেন মাঠে থাকে। বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের যে টার্গেট ছিল সেটা পরিপূর্ণ করে এসেছি। যদি খেলাটা রেগুলার থাকে, তাহলে আপনারা দেখবেন আমাদের পারফরম্যান্স আরও শক্ত হবে এবং ভবিষ্যতে আমরা আরও ভালো রেজাল্ট আনবো। আমাদের লিগটাকে সবচেয়ে বেশি জোর দিতে হবে, কারণ লিগের কোনও বিকল্প নেই। এই প্রিমিয়ার লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগ, এই টুর্নামেন্টগুলো যখন হবে, বিদেশি যারা বা টপ লেভেলের প্লেয়াররা আসবে, তখন তাদের থেকে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারবো এবং সেক্ষেত্রে দেখবেন যে আমাদের দেশের প্লেয়ারদের খেলার মানটা উন্নত হবে।’ বাংলাদেশের ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান দলের সবাইকে একটি টিম হিসেবে খেলিয়ে সাফল্য পেয়েছেন। তিনি বলেন,‘সবাই কঠোর পরিশ্রম করেছে, কেউ নিজের জন্য খেলেনি। তারা শুধু দলের ফলের জন্য খেলেছে। আমরা সবাই মিলে আক্রমণ করেছি, সবাই মিলে রক্ষণ করেছি। যদি কেউ কিছু করতে না পারে, অন্যরা তার কঠিন কাজটা করে দিয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস হকি টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল আজ
পরবর্তী নিবন্ধউৎসবমুখর পরিবেশে অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের বাছাই কার্যক্রম শুরু