আটবছর পর দুবাই থেকে দেশে ফিরেছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু।
গত রোববার সন্ধ্যায় তিনি ঢাকার হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে তার বড় ভাই নুরউদ্দিন নূর জানান। আওয়ামী লীগ সরকারের সময়ে একের পর এক মামলায় জর্জরিত ফালু ২০১৭ সালের ৯ মার্চ দেশ ছাড়েন।
দেশে ফেরার পর গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর কারওয়ান বাজারে তার মালিকানাধীন এনটিভির প্রধান কার্যালয়ে যান। সেখানে কর্মকর্তা–কর্মচারীরা কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। ফালু এনটিভির চেয়ারম্যান। খবর বিডিনিউজের।
মোসাদ্দেক আলী ফালু ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। এরপর ঢাকা–১০ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্যও হয়েছিলেন।
বিএনপির একটি কমিটিতে ফালুকে খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য এবং পরের কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়। তবে ২০১৬ সালে বিএনপির নতুন কমিটি হলে সেখানে তার নাম ছিল না। ওই কমিটি ঘোষণার পরপরই ফালু দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।