ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সংগীত তারকা বেবী নাজনীন বর্তমানে অবস্থান করছেন নিউ ইয়র্কে। বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে দেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় গত সরকারের শাসনামলেই। এদিকে জানা গেছে, সেপ্টেম্বরের ২য় বা ৩য় সপ্তাহে তার ঢাকা ফেরার কথা রয়েছে। এসেই দেশে তিনি গান ও রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।