দেশে দৈনিক শনাক্ত দুইশর নিচে নামল

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

দেশে দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা প্রায় আড়াই মাস পর দুইশর নিচে নেমেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১১ হাজার নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের বেশির ভাগই ঢাকা বিভাগের বাসিন্দা। গত একদিনে মৃত্যু হয়েছে তিন জনের। এর আগে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১৮ ডিসেম্বর, সেদিন ১২২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। খবর বিডিনিউজের।
আগের দিন শুক্রবারের চেয়েও শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা কমেছে। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে, মৃত্যু হয় পাঁচ জনের। গত এক দিনে শনাক্ত রোগীদের নিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জন। আরও ৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১০৮ জন। এ সময়ে সেরে উঠেছেন ১ হাজার ৮২১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।
ওমিক্রনের দাপট কমে আসায় দেশে সংক্রমণের হারও কমছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ছিল ১ দশমিক ৭৭ শতাংশ। শুক্রবার যা ছিল ১ দশমিক ৮৬ শতাংশ। অথচ গত ২৮ জানুয়ারিতে দৈনিক পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার পৌঁছেছিল ৩৩ শতাংশের রেকর্ড উচ্চতায়। ওমিক্রমণের বিস্তারে সংক্রমণ স্বল্প সময়ের মধ্যে দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছিল। গত কয়েকদিনের পরিসংখ্যান বলছে এখন তা ক্রমেই কমছে। গতকাল শনিবার সকাল পর্যন্ত শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩১ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯।

পূর্ববর্তী নিবন্ধনতুন চরে নতুন সম্ভাবনা দরকার উদ্যোগ
পরবর্তী নিবন্ধমসজিদে হামলা, শিশুসহ মৃত ৮০ অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে