দেশে ডেঙ্গুতে ভর্তি রোগী ৪০ হাজার ছাড়াল, মৃত্যু ১৯৯

| শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৪০৫ জনে। গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ বছর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৬০ জন, ঢাকা বিভাগে ১৪৯ জন, ময়মনসিংহে ২৯ জন, চট্টগ্রামে ২২ জন, খুলনায় ২৭ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন। খবর বিডিনিউজের।

বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৬ হাজার ৭১১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৪৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৭৭২ জন; আর ১৭২৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

গত একদিনে যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন বরিশাল বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা প্রশাসনের সাথে বৌদ্ধ নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধলিবিয়া থেকে ফিরলেন আরও ১৫০ বাংলাদেশি