বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন রোগী। দৈনিক রোগী ভর্তির এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। এর আগে গত ২১ সেপ্টেম্বর ৭৪০ জন রোগী ভর্তির তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ হাজার ৫১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এতে এ বছর মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে এই রোগে। খবর বিডিনিউজের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড–১৯ হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন করে মারা গেছেন, যারা সেসব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতদের মধ্য দুজন পুরুষ, দুজন নারী। তাদের বয়স ৫৫, ৬৫, ৪৫ ও ৫৫ বছর।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৭৫ জন। এক মাসে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা এ বছর সর্বোচ্চ। এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। মাসের হিসাবে সেপ্টেম্বরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের সবচেয়ে বেশি ৭০ জনের মৃত্যু হলো। এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২৩০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৪৬ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৪৮৪ জন।