দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, ভর্তিও সর্বোচ্চ

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের নিরিখে এ বছরের সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪০ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও একদিনে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল রোববার যে ১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে, তাদের মধ্যে শনিবার মারা যাওয়া তিনজন আছেন। অর্থাৎ সবশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। এর আগে গত ১১ সেপ্টেম্বর ৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৯ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৩১ জনে। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের বুলেটিনে বলা হয়েছে, গত দুদিনে যে ১২ জন মারা গেছেন তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বরিশালের শেরবাংলা মেডিকেল কলেজে, দুজনের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, দুজনের বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, ডিএনসিসি কোভিড১৯ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল এবং চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে একজন করে মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী। মৃতদের বয়স যথাক্রমে ২৪, ৬০, ২৯, ৬৩, ৫৭, ৩৪, ৬৫, ২৬, ২৫, ৪৫, ৩০ ও ৪৮ বছর।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৫৭ জনের মৃত্যু হলো সেপ্টেম্বর মাসে। এর আগে জুলাই মাসে ৪১ জনের প্রাণ কেড়েছিল মশাবাহিত রোগটি। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, আগস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৫৫ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৩৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এছাড়া চট্টগ্রাম বিভাগে আছেন ৭৭ জন।

পূর্ববর্তী নিবন্ধমাজার-সংস্কৃতি ইসলামের অংশ, এর মাধ্যমে ধর্মীয় ঐক্য সৃষ্টি হয়
পরবর্তী নিবন্ধআ. লীগকে বিচারের আওতায় আনা উচিত : নাহিদ