দেশে ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ রোগী

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ২৩০ জনের প্রাণ গেল মশাবাহিত এ রোগে। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের সবাই পুরুষ। তাদের বয়স ছিল যথাক্রমে ৬৫, ৫৩, ৫০, ৩৫ এবং ২৪ বছর। তাদের দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি তিনজন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খবর বিডিনিউজের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯৫৩ রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫৪ হাজার ৫৫৯ জন। এ বছর সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে। মৃত্যু হয়েছে ৭৬ জনের। ১২ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২১৭ জন; মৃত্যু হয়েছে ৩২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৬৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০৭ জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ৫৪৬ জন রোগী।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত জুবায়ের হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা