দেশে কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো কাজ হবে না : সালাহউদ্দিন

| সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল রোববার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর বাংলানিউজের।

বক্তব্যে তিনি বলেন, উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেপ্তার করা যায় না, ইমামখতিবরাতো দূরকিবাত। বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী ছিল। রাজনৈতিক প্রয়োজনে মসজিদকে ব্যবহারের প্রবণতা বন্ধ করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, দুনিয়ার কোনো কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেওয়া হয়। রাজনৈতিক চর্চার অনেক জায়গা

রয়েছে। ইমামদের যেন আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখি। সম্মেলনে তিনি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে বলেন, দেশের নবযাত্রা শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ সাবেক এমপি নজরুল ইসলামের ১৪তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধক্ষমতায় গেলে ‘ইনসাফভিত্তিক’ দেশ গড়ার প্রতিশ্রুতি তারেকের