দেশে গত এক সপ্তাহে কোভিডে মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৭৩ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে আরও ১ জনের। গত এক সপ্তাহে দেশে মোট ২ হাজার ১৭০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৭৫৮ জন। অর্থাৎ, এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২৩ দশমিক ৪ শতাংশ। খবর বিডিনিউজের।
আর গত সাত দিনে মারা গেছেন আরও ১২ জন, আগের সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল ২০ জন। অর্থাৎ, এক সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ৪০ শতাংশ কমেছে। এই ১২ জনের মধ্যে ৭ জনেরই কোনো না কোনো ধরনের দুরারোগ্য অসংক্রামক ব্যাধি বা কোমরবিডিটি ছিল। তাদের সবাই উচ্চ রক্তচাপে এবং ৭১ দশমিক ৪ শতাংশ ডায়াবেটিসে ভুগছিলেন।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হল ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৩২৩ জন রোগী। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন সুস্থ হলেন। গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৩১১ জনই ঢাকা জেলার বাসিন্দা, যা দিনের মোট শনাক্তের ৮৩ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৪০টি জেলায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।












