সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। এর মধ্যে রয়েছেন সিলেটে নয়জন, বগুড়ায় ছয়জন, বরিশালে দুইজন, হবিগঞ্জে একজন, চুয়াডাঙ্গায় একজন, শেরপুরে একজন। গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।
সিলেট : সকাল পৌনে ৯টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুই বাসের সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী। নিহত নয়জনের মধ্যে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও পাঁচজন। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে এনা পরিবহনের চালক ও হেলপারও রয়েছেন। তারা সিলেটের বাসিন্দা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতিময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া : সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহত চারজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বগুড়ার শাহাজানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নিহত চারজনের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়েছেন। তবে বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এদিকে দুপুর পৌনে ২টার দিকে বগুড়ার দুঁপচাচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, ট্রাক চালককে আটক করতে অভিযান চলছে।
বরিশাল : সকালে বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে শরীফ শেখ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শরীফ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে। একই দুর্ঘটনায় আহত আলামিন (২১) নামে অপর এক মোটরসাইকেল আরোহী দুপুরে মারা গেছেন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
হবিগঞ্জ : সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জে বাসের চাপায় আবেদুর রহমান সোহাগ (১৮) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে ।
চুয়াডাঙ্গা : সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান (ব্যাটারি চালিত ভ্যান) উল্টে শিপন আলী (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শেরপুর : সকালে শেরপুর পৌর শহরের চাপাতলি এলাকায় সার্কিট হাউজের সামনে ট্রাকচাপায় আমেনা পারভিন (৪০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। আমেনা নূরে আলম সিদ্দিকের স্ত্রী ও পৌরসভার বাগরাকসা মহল্লার বাসিন্দা। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।