বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২২৫ জন, যা চলতি বছরের সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার ভর্তি রোগীদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫৯০ জনে। গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর মশাবাহিত এ রোগে মৃত্যু বেড়ে হল ১৮৬ জন। খবর বিডিনিউজের।