দেশের ১ কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত

সচেতনতায় নির্মূল সম্ভব

| মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২১ উপলক্ষে গত রোববার জেলা সমাজসেবা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের লিভার বিভাগের সহকারী অধ্যাপক ও লিভার কেয়ার গ্রুপের সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদ।
তিনি বলেন, বিশ্বে হেপাটাইটিস নির্মূলে জনস্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সমাজের সচেতন অংশের পাশাপাশি অবহেলিত ও তৃতীয় লিঙ্গ মানুষকে হেপাটাইটিস রোগ এবং এর প্রতিরোধ সম্পর্কে সচেতন করার মাধ্যমে বাংলাদেশ থেকে হেপাটাইটিস নির্মূল করা সম্ভব। তিনি জানান, ভাইরাল হেপাটাইটিস বর্তমান বিশ্বের অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। বিশ্বের প্রায় সাড়ে ৩২ কোটি লোক হেপাটাইটিস রোগে আক্রান্ত। তবে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই নিজের শরীরে এই রোগের উপস্থিতি সম্পর্কে জানেন না। বিশ্বে প্রতি বছর প্রায় ১৩ লাখ লোক হেপাটাইটিসে মারা যান। লিভার ক্যান্সারে মারা যাওয়া প্রতি ৩ জনের ২ জনই হেপাটাইটিস ‘বি’ বা ‘সি’-তে আক্রান্ত থাকেন। আমাদের দেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’তে আক্রান্ত। তাদের কারো কারো বিভিন্ন সময়ে ক্যান্সারসহ লিভারের অন্যান্য জটিল রোগ হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন লিভার কেয়ার গ্রুপের সাধারণ সম্পাদক ডা. তারেক শামশ, সমাজকল্যাণ সম্পাদক তানভির শাহরিয়ার রিমন, দপ্তর সম্পাদক ডা. দীলিপ চৌধুরী ও কোষাধক্ষ ডা. নাদিম আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
পরবর্তী নিবন্ধকানসাই নেরোল্যাকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শিল্পী তাহসান