দেশের হলে মুক্তি পেল তিন সিনেমা

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৬ পূর্বাহ্ণ

প্রযোজকপরিবেশক সমিতির নিয়ম অনুসারে উৎসব ছাড়া এক দিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। তবে চলতি বছরের জানুয়ারিতে সেই নিয়ম ভেঙে একসঙ্গে মুক্তি পেয়েছিল তিনটি সিনেমা। বছর না ঘুরতে আবারও দেশের হলে একসঙ্গে মুক্তি পেল তিনটি সিনেমা। গতকাল শুক্রবার দেশের হলে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ ও শবনম পারভীনের ‘হুরমতি’। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থানপতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করা হয়। ১৭ বছর পর ফারুকী ফিরছেন ৪২০এর ডাবল আপ ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ নিয়ে।এর কেন্দ্রীয় চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজন প্রমুখ। সিনেমাটি দেশের ১৫টি হলে মুক্তি পেয়েছে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধসাড়া জাগানো চুনতি ডট কম ম্যারাথন সম্পন্ন
পরবর্তী নিবন্ধগ্রেপ্তারের পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন আল্লু অর্জুন