দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান অবিস্মরণীয়

মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় শাহাদাত

| শনিবার , ১ জুন, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার পরের সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে বের করে নিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা ও দূরদর্শিতার কারণে অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির তকমা ফেলে স্বনির্ভর বাংলাদেশের পথে, পথ চলতে শুরু করে। বাংলাদেশের পথচলা যখন বারংবার বাধাগ্রস্ত হচ্ছিল ঠিক তখন রাষ্ট্র ও জনগণের জন্য ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় শহীদ জিয়ার অবদান এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে।

গতকাল শুক্রবার বাদে আসর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর জিয়া সমাজ কল্যাণ পরিষদের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ নাসিমন ভবনের সামনে বৃক্ষ রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, বিএনপি নেতা মো. শাহ আলম, মহানগর জিয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, আবু ফয়েজ, জিয়াউর রহমান জিয়া, আসাদুর রহমান টিপু, মো. ইদ্রিছ সবুজ প্রমুখ।

বোয়ালখালী উপজেলা বিএনপি : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, জিয়া একটি ইতিহাস। জিয়া একটি প্রতিষ্ঠান, একটি বৈপ্লবিক চেতনা ও একটি রাজনৈতিক দর্শন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা করেন। শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজ জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস। আজ তাই জাতীয় জীবনের চলমান সংকটে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু। বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ইছহাক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব হামিদুল হক মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস খান, মেহেদী হাসান সুজন, আজম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন প্রমুখ।

পটিয়া উপজেলা বিএনপি : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল ৪টায় পটিয়ার কৈয়গ্রাম এলাকায় উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, সৈয়দ মনির আহমদ সেলিম, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম শফিক, সাইফুদ্দিন আহমেদ, কামাল উদ্দীন, হারুনুর রশীদ চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, তৌহিদুল আলম, আবুল কাশেম, আবদুল মাবুদ। সভায় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপি নেতা ইব্রাহিম সওদাগর, আজমল হোসেন জামাল, মাহাবুবুল আলম, শরীফ উদ্দীন চৌধুরী, আবদুর রহিম, মাহাবুল আলম, মো. ফিরোজ, আকতার হোসেন, দিদারুল আলম, আবদুল আলীম, হাফেজ আহমদ নুরুল আবছার চৌধুরী, মোহাম্মদ ইউনুস, আবুল হোসেন বাবুল, মন্‌জুর আলম আলমদার, মো. সেলিম সিকদার, জসীম উদ্দীন, মো. আবছার, নাজিম উদ্দীন, আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিন, আবদুল ওহাব মুন্সি, হাফেজ সোলাইমান, দিদারুল আলম, মো. ইছাক, লুৎফুর রহমান মেম্বার, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ সাদেক, জসীম উদ্দীন, মোহাম্মদ ইব্রাহিম, ফরিদুল আলম, নাজিম উদ্দীন, আবদুল করিম, মো. আবু, জিয়াউল হক, সেলিম চৌধুরী, ইয়াসির আরাফাত ইয়াসিন, অহিদুল আলম চৌধুরী পিবলু, হাবিবুর রহমান রিপন, ওবায়দুল হক রিকু, মোহাম্মদ জাহেদ, মীর সাইফু, আবছার উদ্দীন, শাখাওয়াত হোসেন, এস এম হোসন নবী টুটুল, মো. সোলাইমান, হেলাল উদ্দিন এরশাদ, জিয়াউল হক জিয়া, কফিল উদ্দিন, আক্তারুজ্জামান বাবলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ধূমপানমুক্ত রাউজান গড়ার পক্ষে জনমত সৃষ্টি করতে হবে’
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী