বাংলাদশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনােয়ারুল আলম চৌধুরী বলেছেন, “দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকে কাজ করে আসছে। কিন্তু স্বার্থার্নেষী মহল জামায়াত ইসলামীর বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে জনগণ থেকে বিচ্ছিন রাখার চেষ্টা চালাতো। আজ জনগণ বুঝত পারছে, মূলতঃ ইসলামই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র পথ। জামায়াত ইসলামীর সকল নেতাকর্মীকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
৪ঠা সেপ্টেম্বর বুধবার উপজেলার মিডওয়ে ইন রেষ্টুরেন্টে লোহাগাড়া উপজলার চুনতি ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকারের জুলুম-নির্যাতনের কারণেই আমরা জনগনের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি। গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয় বরং আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা। মানুষের কল্যাণের জন্যই সব কিছু সৃষ্টি করা হয়েছে। আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিক ভাবে আমাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। দল হিসেবে আমরা কোন প্রতিশাধ নিব না। আমরা গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী।
চুনতি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সলিমুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক তৌহিদুল হক মিসবাহ।
ইউনিয়ন সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েব আমীর অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান জেলা সাবেক সেক্রেটারি আ.ন.ম শোয়াইব, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাহমুদুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোফরান, স্থানীয় শিবির সভাপতি শাহাদাত প্রমুখ। এ সময় উপজেলা-ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।