দেশের শান্তিতে যারা খুশী নয়, পাহাড়ের উন্নয়নেও তারাই নাখোশ

মাউনটেন সাইকেলিং প্রতিযোগিতার উদ্বোধনে তথ্যমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৫:৩১ পূর্বাহ্ণ

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ‘দেশের শান্তিতে যারা খুশি নয়, তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তিতে খুশি নয়। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্রে মেতে উঠে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের অন্যান্য এলাকার চেয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকার বেশি মনোযোগী। সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কাজ চলছে।’ গতকাল সোমবার সকালে রাঙামাটির সাজেক ভ্যালিতে তিন দিনব্যাপী মাউন্টেইন সাইকেলিং প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে উন্নয়ন ও শান্তি স্থাপন করা সম্ভব হয়েছে। যা অতীতে কোনো সরকার পারেনি। একমাত্র আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকার শান্তি চুক্তি করেছে এবং চুক্তি ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে।’ তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে অতীতে অশান্তির কারণে যারা শরণার্থী হয়েছে চুক্তির মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে পাহাড়ে অতীতের তুলনায় অনেক শান্তি বিরাজ করছে।’ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব মো. শফিকুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পূর্ববর্তী নিবন্ধএকশ অদম্য পাড়ি দেবে ৩শ কিমি পাহাড়ি পথ
পরবর্তী নিবন্ধবিএনপি কার্যালয়ে পদবঞ্চিতদের আগুন