দেশের মানুষকে মহাসংকটে ফেলে দিয়েছে সরকার

উত্তর পাঠানটুলী ওয়ার্ডে ডা. শাহাদাত

| শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেশের মানুষকে মহাসংকটে ফেলে দিয়েছে সরকার। নিত্যপণ্যের বাজার এখন অস্থির। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে কয়েক গুণ। মানুষ এখন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। এ অবস্থায় মানুষের কষ্ট লাঘবে মরহুম আশরাফ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ কিছু মানুষের জীবনে অন্তত স্বস্তি ফিরিয়ে আনতে পারবে। তিনি প্রতিটি পাড়া মহল্লায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল শুক্রবার নগরীর ২৩ নং উত্তর পাটানটুলী ওয়ার্ডের খানবাড়ী প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম আশরাফ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। তিনি বলেন, পবিত্র রমজান মাসে মানুষ একটু স্বস্তিকর পরিবেশে রোজা রাখবে, এমনটাই আশা করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ রিয়াদ খানের সভাপতিত্বে ও মো. ইদ্রিসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে ৭ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে