বান্দরবানে পুলিশি বাধা উপেক্ষা করে সরকারের পদত্যাগ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত জনসমাবেশ করেছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে বান্দরবান আউটার স্টেডিয়ামে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য এবং একই সঙ্গে ভোট কারচুপি ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সহিংসভাবে দমনের যেকোনো নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার যে অবস্থান নিয়েছে, তা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের দাবি। মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল। যুক্তরাষ্ট্র থেকে যে ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে, সেখানে নির্বাচন সুষ্ঠু করার কথা বলা হয়েছে। তার মানে হল, জনগণের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, বাকস্বাধীনতা কোনোটিই অর্জন সম্ভব নয়। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না আনলে দেশের মানুষও আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেবে। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহিলাদল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শামীমা বরকত লাকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপি নেতা আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সদর পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভপতি ছরোয়ার জামাল, সাধারণ সম্পাদক চনু মং, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, জাসাস সভাপতি এডভোকেট মো. আলমগীর, মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট উম্যাচিং, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম চৌধুরী প্রমুখ।
এদিকে গণসমাবেশের আগে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ড এবং জেলার ৭টি উপজেলা ও ৩৩টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয় সমাবেশস্থলে। পুলিশের কড়াকড়ি ও বাধার মুখে স্টেডিয়াম এলাকায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়।