দেশের মধ্যে ধূমপানমুক্ত প্রথম উপজেলা হবে রাউজান

ধূমপান বিরোধী শ্রমিক সমাবেশে এমপি ফজলে করিম

রাউজান প্রতিনিধি | বুধবার , ২২ মে, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

রাউজান উপজেলাকে ধূমপানমুক্ত উপজেলা ঘোষণা করতে চাই। এই ঘোষণার বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা চাই। দেশের মধ্যে ধূমপানমুক্ত প্রথম উপজেলা করা হবে এই রাউজান। তিনি গত ২০ মে রাউজান পৌরসভার পক্ষে আয়োজিত ধূমপান বিরোধী অটোরিক্সা চালক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি সর্বসাধারণের উদেশ্যে বলেন, হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেল চালাতে পারবে না। যাদের দেখা যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি পুলিশকে নির্দেশ দেন। তিনি পরিবহন শ্রমিকদের হাতে পৌরসভার ছাপানো ধূমপান বিরোধী সচেতনতামূলক স্টিকার তুলে দেন। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমা,এসি ল্যান্ড রিদোয়ানুল ইসলাম,ওসি জাহেদ হোসেন, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, স্বপন দাশ গুপ্ত, প্যানেল মেয়র সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর জানে আলম জনি, মোহাম্মদ আলমগীর আলী,জসিম উদ্দীন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, আবদুল লতিফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ কর্ণফুলী হাউজিংয়ে ভাণ্ডালজুরি প্রকল্পের পানি ৩৩ বছরের বিড়ম্বনার অবসান হতে চলেছে
পরবর্তী নিবন্ধফুটপাত দখল করে লোহার সিঁড়ি স্থাপন, ভবন মালিককে জরিমানা