‘আঁরে বাঁধিও ন আনে, টানিও ন আনে। পুত ঝি লই এক্কানা ভালা থাইবার লাই আঁই আজিয়া সারেন্ডার গইজ্যি।’– গতকাল র্যাব কার্যালয়ে আত্মসমর্পণ করা দেশের প্রথম নারী জলদস্যু রহিমা খাতুনের উক্তি এটি। অতি সাধারণ এক গ্রামীণ নারী রহিমা খাতুন। নামের পাশে ‘জলদস্যু’ তকমা বসেছে অনেক আগে। তবে তাঁর দাবি, তিনি কখনোই জলদস্যু বা অন্য কোনো অপরাধী ছিলেন না।
রহিমা খাতুন বলেন, একটা চারাগাছ রোপণ করা নিয়ে তার চাচাত ভাই কামালের সাথে দ্বন্দ্ব ছিল। এরপর দেখেন তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়ছে। তিনি হয়ে গেলেন জলদস্যু! সাত বছর সাজা খেটে গত আট মাস আগে বের হয়েছেন। ছেলে মেয়ে নাতিদের নিয়ে বাকি জীবনটা সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে তিনি আত্মসমর্পণ করেছেন।